শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

শক্তিশালী ব্যাটারির জেনফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১১  

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের নতুন ফোনের ছবি ও কনফিগারেশন অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে ফোনটির মডেল জেনফোন ম্যাক্স প্রো এম টু। ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ। ১১ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বাজারে ফোনটি বিক্রি শুরু হবে।

ইন্টারনেটে ফাঁস হওয়া নতুন ছবিতে দেখা গেছে ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেন্সর। এছাড়াও ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর সামনে ডিসপ্লের উপরে নচ দেখা গেছে। এই ছবিতে ডুয়াল ক্যামেরায় এই ফোন দেখা গেলেও জানানো হয়েছে একটি ট্রিপল ক্যামেরা ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

আগামী ১১ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় আসুস জেনফোন ম্যাক্স প্রো এম টু অবমুক্তির কথা জানা গেছে। কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল।

ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে আসুস জেনফোন প্রো এম টু ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গেছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।

একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভার্সনে পাওয়া যাবে জেনফোন ম্যাক্স প্রো এম টু। একটি ভার্সনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ৩২/৬৪ জিবি স্টোরেজ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।

ব্যাকআপের জন্য ফোনটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী