রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন করে ফের আসছে Moto Razr!

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯ ০২ ০২ ১৩  

মনে আছে ১৫ বছর আগের কথা? ২০০৪ সালে বাজারে এসেছিল মোটরলার পাতলা, হালকা, ফ্লিপ ফোন Moto Razr V3। ফোনটির বিজ্ঞাপনে অংশ নিয়েছিল সে সময়ের ফুটবল সুপারস্টার ডেভিট ব্যাকহামও।

বাজারে আসার মাত্র চার বছরের মধ্যে ফোনটি প্রায় ১৩ কোটির মতো বিক্রি হয়েছিল। সেই সময় মোবাইল ফোনের দুনিয়ায় মোটরলার এই ফোনটির চাহিদা যে তুঙ্গে ছিল, এই সংখ্যাই তার প্রমাণ।

এবার স্মার্টফোনের বাজার ধরতে ফের ফিরছে Moto Razr!

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসেই বাজারে নতুন করে আসতে পারে এই ফোনটি।

ফেব্রুয়ারি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হতে পারে Moto Razr ফোনটি।

খবরে বলা হয়, প্রিমিয়াম ফোল্ডেবেল স্মার্টফোন হিসাবে যুক্তরাষ্ট্রের বাজারে Moto Razr-এর দাম হতে পারে প্রায় ১,৫০০ মার্কিন ডলার।

কোম্পানিটির অবস্থা একট সময় এতোই খারাপের দিকে যায় যে, ২০১১ সালে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয় তারা। সে সময় গুগল কিনে নেয় মোটরলার সেল ফোন ব্যবসা।

বর্তমানে মোটরলা Lenovo-র মালিকানাধীন। তবে Lenovo-র পক্ষ থেকে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি।

Provaati
    দৈনিক প্রভাতী