বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ |  কার্তিক ২৯ ১৪৩১ |   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হুমকি দিল মানব পাচারকারী

প্রভাতী ডেস্ক ::

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১৪ ০২ ৪৭  

যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হুমকি দিল মানব পাচারকারী

যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হুমকি দিল মানব পাচারকারী

মানব পাচারের বিষয়ে অনুসন্ধানকালে  দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসেনকে মামলা  ও হত্যার হুমকি দেওয়া হয়েছে । কনসেপ্ট এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড কর্ণধার  মো. এইচ আল রশিদ পাটয়ারী (টিটু)এ হুমকি দেন। গতকাল রোববার দুপুরের  দৈনিক যায়যায়দিন অফিসের অবস্থানকালে একটি মুঠোফোনে তিনি এই হুমকি দেয়। ইতিমধ্যে, হুমকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আদম ব্যবসায়ী মো. এইচ আল রশিদ পাটয়ারী (টিটু) প্রতারণা মাধ্যমে বিভিন্ন ভাবে মানবপাচার করে আসছিলেন। সম্প্রতি একটি কোম্পানির সঙ্গে যৌথ ভাবে বেকার যুবকদের ইরাকে কর্মংসস্থানের বিষয়ে প্রলোভন দেখিয়ে আসছিলেন। বিষয়টি অনুসন্ধানকালে এই প্রতিবেদককে নিউজ না কারার জন্য মামলা ভয় দেখায়। এ প্রতিবেদককে চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক অখ্যায়িত করে হত্যার হুমকি প্রদান করে। যা এ প্রতিবেদকের কাছে কল রের্কডিং রয়েছে। জানা যায়, মো. এইচ আল রশিদ পাটয়ারী নিজেকে বড় রাজনৈতিক নেতা পরিচয় দেন। তিনি আওয়ামীলীগ সরকারকে ব্যবহার করে বাড্ডায় পাটয়ারী ভিলাসহ গড়ে তুলেছেন অঢেল সম্পদ। বায়ার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মুর্হুতে ইরাকে কর্মী নেয়া বন্ধ রয়েছে। এইটা প্রতারণা ছাড়া কিছুই না। 

হুমকির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একজন সাংবাদিক নেতা জানিয়েছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। গণ্যমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে মামলাসহ নানা ভয়র্ভীতি প্রদর্শন করে থাকে। এদের বিরুদ্ধে ব্যবস্থান নেয়া দরকার বলে আমি মনে করি। 

যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসেনকে  হুমকি দেয়ায় এসব প্রতারকদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন পত্রিকার সম্পাদকসহ অন্যান্য গণমাধ্যমের সহকর্মীরা।

হুমকি বিষয়ে আদম ব্যবসায়ী মো. এইচ আল রশিদ পাটয়ারী (টিটু) জানান, আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা। হত্যার হুমকি কথা অস্বীকার করে মামলার হুমকি দেয়া বিষয়টি স্বীকার করেন।

Provaati
দৈনিক প্রভাতী
এই বিভাগের আরো খবর