শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

ফোন কিনলে মদ ফ্রি!

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯ ০২ ০২ ৫৯  

সম্প্রতি কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল হুয়াওয়ে প্রধানকে। এবার চিনে সব বড় কোম্পানির কর্মীদের অ্যাপল প্রোডাক্ট ব্যবহার করতে নিষেধ করা হল। নিষেধাজ্ঞা অগ্রায্য করলে কর্মীদের শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে।

এবার চিনের নাগরিকদের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠছে এই গ্রেপ্তারের ঘটনা। ইতিমধ্যেই একাধিক কোম্পানি জানিয়েছে কর্মীরা হুয়াওয়ে প্রোডাক্ট কিনলে ১০ থেকে ২০ শতাংশ ছাড় পাবেন। কিছু কোম্পানি নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কর্মীদের হুয়াওয়ে প্রোডাক্ট কিনে দিচ্ছে।

সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে সাংহাই এর এক কোম্পানি কোম্পানির সব কর্মীকে কম দামে হুয়াওয়ে প্রোডাক্ট কেনার ব্যবস্থা করে দিয়েছে। একই পথে হেঁটে সেনঝেনের এক জনপ্রিয় কোম্পানি সব কর্মীকে কম দামে হুয়াওয়ে ও জেটটিই ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছে।

এক ধাপ এগিয়ে হেনান প্রদেশের এক ঙ্কোম্পানির জানিয়েছেন কর্মীরা যে দামের হুয়াওয়ে ফোন কিনবেন সেই মূল্যের ৩০ শতাংশ মুল্যের মদ বিনামূল্যে দেওয়া হবে।

বেসরকারী কোম্পানি হলেও চিন সরকারের খুব ঘনিষ্ঠ হুয়াওয়ে। তাই কমিউনিস্ট পার্টির তরফ থেকে কোম্পানিগুলিকে কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে আনুপ্রানিত করতে বলা হয়েছে।

সম্প্রতি একাধিক অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভার থেকে গ্রাপ্তার হয়েছিলেন কোম্পানির প্রধান মেং ওয়াংঝৌ। পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। চিন ও হুয়াওয়ে এই গ্রাপ্তারির তীব্র বিরোধীতা করেছিল।

কিছু কোম্পানি কর্মীদের হুয়াওয়ে ফোন কিনতে অনুপ্রাণিত করলেও এক ধাপ এগিয়ে কয়েকটি কোম্পানি কর্মীদের অ্যাপল প্রোডাক্ট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কোন ধরনের Apple প্রোডাক্ট ব্যবহার করলে কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছে কোম্পানিগুলি। তবে শুধু অ্যাপল প্রোডাক্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোন প্রোডাক্টে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে কিছু কোম্পানি।

Provaati
    দৈনিক প্রভাতী