সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছয় ক্যামেরাযুক্ত গ্যালক্সি এ৯ ফোন আনলো স্যামসাং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ১৩  

বিশ্বের প্রথম ছয় ক্যামেরার স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। সামনে দুটি এবং পেছনে চারটি ক্যামরাযুক্ত এই মডেলের নাম রাখা হয়েছে গ্যালক্সি এ৯।

নতুন নতুন অনেক ফিচার সমৃদ্ধ এ ফোনের ক্যামরা এ ছবি এতোটাই ভালো উঠে যে, ডিএসএলআর ক্যামেরার চেয়ে কোনো অংশে কম নয়।

আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলছে, মূল ক্যামেরাটি ২৪ মেগাপিক্সেল এএফ প্রাইমারি সেন্সর (এফ/১.৭) রয়েছে এতে। অর্থাৎ ছবি উঠবে ফাটাফাটি। দূরের ছবির তোলার জন্য রয়েছে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ২X অপটিক্যাল জুম (এফ/২.৪), ৮এ মেগাপিক্সেল সেন্সর, আল্ট্রা ওয়াইড ১২০ ডিগ্রি লেন্স এটি।

৫০ হাজার টাকা মূল্যের কাছাকাছি ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এফ/২.০ অ্যাপারচার রয়েছে নতুন ফোনটিতে। ফলে কম আলোয় আরও ঝকঝকে সেলফি উঠবে

Provaati
    দৈনিক প্রভাতী