সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার এলো ১৮০ সিসি’র অ্যাপাচি আরটিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮ ১২ ১২ ৫৮  

১৮০ সিসিতে এলো টিভিএসে জনপ্রিয় স্পোর্টস বাইক অ্যাপাচি আরটিআর। মডেলটিতে ১৭৭.৪ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতদিন এই অ্যাপাচি সিরিজে ১৫০, ১৬০ এবং ২০০ সিসিতে বাজারে পাওয়া যেত।

নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ বাইকে আছে ১৭৭.৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৬ বিএইচপি শক্তি এবং ১৫.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

টিভিএস দাবি করছে প্রতি ঘণ্টায় বাইক ১১৪ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

ভারতে ১৮০ সিসির বাইকটির দাম ৮৪ হাজার ৫৭৮ রুপি। এই বাইকের এবিএস ভার্সন বিক্রি হচ্ছে ৯৫ হাজার ৩৯২ রুপিতে।

একাধিক আপডেট ও নতুন গ্রাফিক্সসহ বাজারে এসেছে এই বাইক। এছাড়াও দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে থাকছে নতুন কনসোল। গাড়ির মেকানিকালের বিশেষ পরিবর্তন না এলেও বাইরে থেকে এই গাড়ি দেখতে সম্পূর্ণ আলাদা।

থাকছে নতুন ক্র্যাশ গার্ড আর ইন্টিগ্রেটেড ফ্রেম স্লাইডার। নতুন ভাবে ডিজাইন করা হয়েছে নতুন অ্যাপাচির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। থাকছে ব্যাকলিট স্পিডোমিটার। পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল।

Provaati
    দৈনিক প্রভাতী