রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপেক্ষার দিন শেষ, মোবাইল ভাঁজ করা যাবে ইচ্ছে মতো, জানুন বিশদে

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯ ০২ ০২ ১০  

মোবাইল বাজারে কম বড় চমক। এবারে মোবাইল ভাঁজ করে পকেটেও পুরে নিতে পারবেন। জায়ামি পোর্টেবল মোবাইল ঘিরে উৎসাহ বাড়ছে দিন দিন।

বিশ্বে প্রথম ডুয়েল-ফোর্টেবল স্মার্টফোন আনতে চলেছে জায়ামি। সম্প্রতি জায়ামি প্রেসিডেন্ট লিন বিন এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, ডুয়েল-ফোর্টেবল স্মার্টফোনটি ব্যবহার করছেন তিনি। মোবাইলটির দু’পাশ থেকেই প্রয়োজন মতো ভাঁজ করা যাচ্ছে।

ফোনটিতে ট্যাবলেড মোড ও স্মার্টফোন মোড দু’রকম ভাবেই ব্যবহার করা যায়। ফোনটির জনপ্রিয়তার কথা ভেবে দুর্দান্ত সব ফিচার রাখা হচ্ছে। ফোনটির এখনও কোনও নাম রাখা হয়নি। কবে লঞ্চ হবে সেই বিষয়েও কিছু জানায়নি সংস্থা। তবে এই ফোন ঘিরে দিন দিন উৎসাহ আর উদ্দীপনা বেড়ে চলেছে জাওমি অনুরাগীদের মধ্যে। তবে এই মোবাইলটি লঞ্চ হলে, কেনার ধূম পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Provaati
    দৈনিক প্রভাতী