বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৪ ১৪৩১ |   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদির দুই বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯ ১৭ ০৫ ০১  

সৌদির-দুই-বিমানবন্দরে-হুতিদের-ড্রোন-হামলা

সৌদির-দুই-বিমানবন্দরে-হুতিদের-ড্রোন-হামলা

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের দুইটি বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ইয়েমেনের আল-মাসিয়া টেলিভিশনের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম আইআরআই এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে আবহা ও জিযান বিমানবন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে এ হামলা চালানো হয়েছে।  

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে জানায় ইয়াহিয়া।

হুতিরা সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনী সরকারকে হটিয়ে ২০১৪ সালে রাজধানী সানা দখল করে। সাম্প্রতিককালে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।



দৈনিক প্রভাতী/এমকে

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর