সৌদির দুই বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
সৌদির-দুই-বিমানবন্দরে-হুতিদের-ড্রোন-হামলা
খবরে বলা হয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে আবহা ও জিযান বিমানবন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে এ হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে জানায় ইয়াহিয়া।
হুতিরা সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনী সরকারকে হটিয়ে ২০১৪ সালে রাজধানী সানা দখল করে। সাম্প্রতিককালে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
দৈনিক প্রভাতী/এমকে