সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্দ্বীপে বিনিয়োগ করতে আগ্রহী প্রবাসীরা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ০০ ১২ ০২  

সন্দ্বীপে-বিনিয়োগ-করতে-আগ্রহী-প্রবাসীরা

সন্দ্বীপে-বিনিয়োগ-করতে-আগ্রহী-প্রবাসীরা

চট্টগ্রামের সন্দ্বীপে বিনোয়োগ করতে চায় প্রবাসীরা। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পি.পি.পি) পদ্ধতিতে  আধুনিক নৌপথ বাস্তবায়নে প্রবাসী বিনিয়োগের প্রয়োজনীতা শীর্ষক মতবিনিময় সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। 

দোহার এন এম হাউস হল রুমে এ সভার আয়োজন করে সন্দ্বীপ নিরাপদ নৌপথ বাস্তবায়ন কমিটি কাতার। সভার শুরুতে ২০১৭ সালের ২ এপ্রিল সন্দ্বীপ চ্যানেলে নৌ দুর্ঘটনায় নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুরুল মোস্তফা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন যুবনেতা মেহরাজ আহমেদ, আতিকুল মাওলা মিঠু, আবুল হোসেন, মাঈনুদ্দিন, আব্দুল আলিম জুয়েল, আবু হানিফ রানা ও আহসান উল্লাহ সজিব।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রবাসী রেমিট্যান্স এর শতকরা ১১% যোগানদাতা সন্দ্বীপ উপজেলার প্রবাসীরা অথচ দীর্ঘদিন ধরে জীবন ঝুঁকি নিয়ে নদীপথে প্রতিদিন যাতায়াত করছে সন্দ্বীপবাসীরা। তাই ঝুঁকিমুক্ত আধুনিক নৌপথ বাস্তবায়নে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পি.পি.পি) পদ্ধতিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশে বসবাসরত সন্দ্বীপের প্রবাসীরা। পরে টেলিকনফারেন্সে কথা বলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর