সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লেবাননে হিমঘরে বাংলাদেশি মোক্তারের মরদেহ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২ ১৮ ০৬ ০২  

লেবাননে-হিমঘরে-বাংলাদেশি-মোক্তারের-মরদেহ

লেবাননে-হিমঘরে-বাংলাদেশি-মোক্তারের-মরদেহ

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জুনি জেলার সেন্ট লুইস হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। 

মোক্তার হোসেন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোক্তার হোসেনের শোকাহত পরিবার তার মরদেহ অতিদ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে। যাবতীয় কার্যাবলি শেষে তার মরদেহ সীমিত সময়ের মধ্যে দেশে পাঠানো হবে।

জানা যায়, চার কন্যার জনক মুক্তার হোসেন ২০১৩ সালে জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান। বৈধভাবে কাজ করতেন তাবারজা এলাকার একটি আবাসিক হোটেলে। হোটেলে কর্মরত অবস্থায় ১৭ ডিসেম্বর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা দ্রুত তাকে জুনির সেন্ট লুইস হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে মোক্তার হোসেনের মৃত্যু হয়। তার মৃত্যুতে নিজ এলাকাসহ পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চলতি মাসে বিভিন্ন ঘটনায় লেবাননে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর