মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধে রাশিয়াকে হারাতে ইউক্রেনে ডলার ঢালছে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

যুদ্ধে-রাশিয়াকে-হারাতে-ইউক্রেনে-ডলার-ঢালছে-যুক্তরাষ্ট্র

যুদ্ধে-রাশিয়াকে-হারাতে-ইউক্রেনে-ডলার-ঢালছে-যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সাত মাস পেরিয়ে গেছে রাশিয়ার অভিযান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে অনবরত অর্থ ও অস্ত্র সহায়তা করছে পশ্চিমারা। তবে রাশিয়াকে হারাতে সবচেয়ে অর্থ ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আরো সক্রিয় করতে এবার ১২ দশমিক ৩ বিলিয়ন ডলারের সহায়তার একটি স্বল্পমেয়াদি সরকারি তহবিল বিল পাস করেছে দেশটির সিনেট।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অর্থ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন বাইডেন প্রশাসন। তার ধারাবাহিকতায় মার্কিন সিনেটে সরকারি তহবিল বিল পাস করা হলো। 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ৭২-২৫ ভোটে মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছে। ধারণা করা হচ্ছে, বিলটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য জো বাইডেনের কাছে যাওয়ার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হবে। এ বিলের মাধ্যমে ইউক্রেনে ৩.৭ বিলিয়ন ডলারের অস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা জানান, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ সহায়তা। 

গত মে মাসে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এ বছরের শুরুতে কিয়েভকে ১৩.৬ বিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মূলত মানবিক ও সামরিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থ বিতরণ করছে বাইডেন প্রশাসন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর