যুদ্ধে রাশিয়াকে হারাতে ইউক্রেনে ডলার ঢালছে যুক্তরাষ্ট্র?
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
যুদ্ধে-রাশিয়াকে-হারাতে-ইউক্রেনে-ডলার-ঢালছে-যুক্তরাষ্ট্র
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অর্থ সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন বাইডেন প্রশাসন। তার ধারাবাহিকতায় মার্কিন সিনেটে সরকারি তহবিল বিল পাস করা হলো।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ৭২-২৫ ভোটে মার্কিন সিনেটে বিলটি পাস হয়েছে। ধারণা করা হচ্ছে, বিলটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য জো বাইডেনের কাছে যাওয়ার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হবে। এ বিলের মাধ্যমে ইউক্রেনে ৩.৭ বিলিয়ন ডলারের অস্ত্রও সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা জানান, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ সহায়তা।
গত মে মাসে ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। এ বছরের শুরুতে কিয়েভকে ১৩.৬ বিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মূলত মানবিক ও সামরিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থ বিতরণ করছে বাইডেন প্রশাসন।