শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি শিক্ষার্থীর

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

যুক্তরাষ্ট্রে-সড়ক-দুর্ঘটনায়-প্রাণ-গেল-দুই-বাংলাদেশি-শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রে-সড়ক-দুর্ঘটনায়-প্রাণ-গেল-দুই-বাংলাদেশি-শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন বন্ধু। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিউ জার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানায়, হতাহতরা একটি পিচে ছিলেন, তার সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মৃত্যু হয়। আর পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পথে শাকিল মারা যায়।

নিহতরা হলেন বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী। নিহত শাহরিয়ারের বাড়ি সিলেট এবং শাকিলের বাড়ি পাবনা।

আর আহতরা হলেন- তাহমিদুর চৌধুরী, সুব্রত চৌধুরী এবং যসোয়া রিভারা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, হতাহত তরুণরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে। ৫ বন্ধু মিলে একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর