সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুম্বাই-এ ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ০০ ১২ ০২  

মুম্বাই-এ-ঐতিহাসিক-৭-মার্চ-পালন

মুম্বাই-এ-ঐতিহাসিক-৭-মার্চ-পালন

ভারতের মুম্বাই-এ যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ উপ-হাইকমিশ। 

রোববার জাতীয় পতাকা উত্তোলন, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ঐতিহাসিক ৭ই মার্চের সচিত্র ভাষণ প্রদর্শিত হয়।

জুম ওয়েবিনার-এর মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশগ্রহণকারী সবাইই তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ও ঐন্দ্রজালিক এই ভাষণের সার্বজনীন আবেদন তুলে ধরেন। এ ভাষণের মাধ্যমে বাঙালি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার সুস্পষ্ট দিক নির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

মুম্বাইস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগে যুগে বাঙালি জাতির জাতীয় ঐক্যের মূলমন্ত্র হয়ে কাজ করবে এবং জাতিকে শক্তি ও সাহস যোগাবে।  মহান নেতার এই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির ইতিহাসে যেমন চিরন্তন তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলেও আজ স্বীকৃত ও সমাদৃত। 

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশের অগ্রগতি ও উন্নতির জন্য এবং বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদাপূর্ণ আসন অর্জনে স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

মুম্বাইস্থ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি, উপ-হাইকমিশনের সদস্যবৃন্দ এবং সাংবাদিকসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগণ জুম ওয়েবিনার-এর মাধ্যমে অনুষ্ঠিত আলোচনার অংশগ্রহণ করেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর