সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফের দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৮ ০৬ ০৩  

ফের-দক্ষিণ-আফ্রিকায়-বাংলাদেশি-খুন

ফের-দক্ষিণ-আফ্রিকায়-বাংলাদেশি-খুন

চলতি মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইন ও কেপটাউনে দুই বাংলাদেশিকে টার্গেট করে গুলি করা হয়েছিল। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মানিক নামে একজন মারা গেছেন। তার দেশের বাড়ি নোয়াখালী।

ঘটনা সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার সময় অজ্ঞাত ব্যক্তির গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আলি জামান চৌধুরী মানিক।  তিনি বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মারা গেছেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কায়লিসা এলাকায় সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অজ্ঞাত ব্যক্তির গুলিতে মারাত্মকভাবে আহত হন বাংলাদেশি ব্যবসায়ী মিজানুর রহমান।  বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রয়েছে।

তারও দেশে বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।
 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর