সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনী সোসাইটি ইন কোরিয়ার কমিটি গঠন

প্রকাশিত: ১ জুন ২০২১ ১৮ ০৬ ০২  

ফেনী-সোসাইটি-ইন-কোরিয়ার-কমিটি-গঠন

ফেনী-সোসাইটি-ইন-কোরিয়ার-কমিটি-গঠন

দক্ষিণ কোরিয়ার সামাজিক সংগঠন ‘ফেনী সোসাইটি ইন কোরিয়া’র কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ২২ মে দক্ষিণ কোরিয়ার পিওনটেক এলাকায় একটি অভিজাত রেস্তোরাঁয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য এই কমিটির নাম ঘোষণা করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোহাম্মদ মামুনকে সভাপতি ও আবদুল হালিম সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাঈদ মজুমদার (সহ-সভাপতি), মোহাম্মদ হানিফ (সহ-সাধারণ সম্পাদক), কাউচার হামিদ চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), ইব্রাহীম তৌহিদ (সহ-সাংগঠনিক সম্পাদক), মনছুর আজাদ (অর্থ সম্পাদক), দিদারুল ইসলাম চৌধুরী (সহ-অর্থ সম্পাদক), জীবন চৌধুরী (দফতর সম্পাদক), আজিজুল হক রাজিব (সহ-দফতর সম্পাদক), মোহাম্মদ বাদল (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), সাঈদ উদ্দিন চৌধুরী (সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), রাকিব চৌধুরী (শিক্ষা তথ্য ও গবেষণা সম্পাদক), মোশারফ হোসেন (সহ-শিক্ষা তথ্য ও গবেষণা সম্পাদক), সাজ্জাদ হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আবদুর রহীম মানিক (ধর্ম বিষয়ক সম্পাদক), আকরাম হোসেন (সহ-ধর্ম বিষয়ক সম্পাদক), মশিউর রহমান (ক্রীড়া বিষয়ক সম্পাদক), সুমন ইসলাম (সংস্কৃতি বিষয়ক সম্পাদক)।

এছাড়াও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন- এমরুল হাছান, ছাইফ উদ্দিন শিপন, নুরুল আলম পাটোয়ারী ও ফারুক চৌধুরী।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর