সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে বারবিকিউ পার্টিতে মারামারি

প্রকাশিত: ৫ আগস্ট ২০২১ ১৮ ০৬ ০২  

নিউইয়র্কে-বারবিকিউ-পার্টিতে-মারামারি

নিউইয়র্কে-বারবিকিউ-পার্টিতে-মারামারি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটসের অদূরে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে বুধবার (৪ আগস্ট) রাতে বারবিকিউ পার্টিতে মারামারি ঘটনা ঘটেছে। জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের আয়োজনে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এ পার্টিতে মারামারি ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। 

এতে আহত হয়েছেন ১০ জন। তারা হলেন জসি চৌধুরী, লিটু চৌধুরী, মো. তুহিন, তানভীর বাবু, নমি আলম-মুক্তা রহমান, দুলাল মিয়া, জাহাঙ্গীর, সায়েম ও শহীদ।

এ প্রসঙ্গে লিটু চৌধুরী বলেন, স্ত্রীসহ রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করছিলাম। এমন সময় জসি চৌধুরী এসে মাদারফাকার বলে সবাইকে গালাগালি করে বের হয়ে যেতে বলে। তখন তাকে বললাম ভাই পরিবার নিয়ে এসেছি। এরপরর বলি জসি ভাই আপনার গালিগালাজ করা ঠিক হয়নি। সে আরো অকথ্য ভাষায় গালাগালি করে তখন। একপর্যায়ে বাইরে এলে সে আমাকে চড় মারে। 

জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া ও সাধারণ সম্পাদক আলম নমি এর নেতৃত্বে এই বারবিকিউ পার্টি আয়োজন করা হয়েছিল। বারবিকিউ পার্টিতে অন্তত আড়াইশ মানুষ উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর