হামলা চালিয়েছে এমপি ছেলুনের বাহিনী
দিলীপ কুমার আগারওয়ালার সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ::
দিলীপ কুমার আগারওয়ালার সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর
চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতির অফিসে হামলা-ভাংচুর, আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতিসহ নয় নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আমরা আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে কাজ করছি। তিনি চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় আমাদের বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে মনোনয়ন পাওয়া প্রার্থীর নেতাকর্মীরা।
নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের বাড়ির সামনে জেলা কৃষকলীগের অফিসের ১৫-২০টা চেয়ার ভাংচুর ও মোমিনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়ন কবিরের বাড়ির মেইন গেট ভাংচুর করা হয়। এছাড়া সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহাসিনের ওষুধের দোকান, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়, একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক সাইদ ও বাইতুল, সিরাজুল ইসলাম, একই উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহাদাৎ হোসেনের বাড়িতে হামলা চালায় তারা।
জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার বলেন, আজ মনোনয়ন ঘোষণার পরপরই আমার জেলা কৃষকলীগের অফিসের চেয়ারগুলো কোপানো ও ভাংচুর করা করেছে। সেই সাথে মোমিনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমায়নের বাড়ি ভাংচুর করা হয়েছে এবং গালিগালাজ করেছে। এসব ঘটনার নেতৃত্ব দেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আব্দুল্লাহ আল মামুন (রতন)। যারা এটা করেছে তারা নব্য আওয়ামীলীগ। ভাংচুরের কারণ হিসেবে তারা আমাকে জানাই, দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে কাজ করেছি বলে এঘটনা ঘটিয়েছে তারা।
ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু বলেন, আমি একজন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে কাজ করায় আমিসহ আমার ইউনিয়নে বেশ কয়েক জনের বাড়ি ও বাড়ির মেইন গেটে ভাংচুর করে মনোনয়ন পাওয়া সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের কর্মীরা। এঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে।
মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আব্দুল্লাহ আল মামুন বলেন, মনোনয়ন পাওয়ায় সন্ধ্যার পর আমরা আনন্দ মিছিল করে চলে এসেছি। কে বা কারা এঘটনা ঘটিয়েছে আমরা জানিনা। তারা নিজেরাই এসব ঘটিয়ে আমাদের উপর দোষারোপ করছে। এমন নোংরা রাজনীতি আমরা করিনা।
এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সম্মান জানাই। চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের নৌকার মাঝিদের জন্য অভিনন্দন ও শুভ কামনা রইলো। আমি সব সময় বলে এসেছি, নৌকা যার, আমরা তার। আমাদের নেতাকর্মীরাও নৌকার ভোট করবে। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার তৃণমূলের নেতা-কর্মীরাসহ সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভালোবাসেন এটা আমি জানি। তাই তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, তবে দু:খজনক বিষয় চুয়াডাঙ্গা-১ আসনে যিনি নৌকা প্রতীক পেয়েছেন, তার নেতাকর্মীরা কোনো কারণ ছাড়াই আমার নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, বাড়ি-ঘরে ভাংচুর করছে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এরমধ্যে জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি তো আমার নেতাকর্মীদের নৌকার পক্ষেই কাজ করাবো। তারপরও নৌকা প্রতীক যিনি পেয়েছেন, তার নেতাকর্মীরা কেন এমন ঘটনা ঘটাচ্ছে? তাহলে কী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আস্থা নেই। তাই যারা অতি উৎসাহী হয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন, এবং আমার সমর্থক ও নেতা-কর্মীর বাড়িতে হামলা করছেন, তারা আওয়ামী লীগের শত্রু। আমার নেতাকর্মীরাও তো আওয়ামী লীগ করে এবং পদ-পদবীধারী, তারপরও কেন এমন ঘটনা?
যাহোক আমি এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর থাকার অনুরোধ করছি। যদিও পুলিশ প্রতিটি ঘটনাস্থলেই পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো হামলা-ভাংচুর যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম বলেন, চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরের আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ৪-৫টা চেয়ার ভাংচুর করেছে এবং আরেকজনের বাড়ির টিনের বেড়ায় দুই তিনটা বাড়ি দেওয়ায় ভেঙ্গে গেছে এটা সত্য। আলমডাঙ্গাতে আনন্দ মিছিলের সময় গালিগালাজ ও ঢিল ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে।
কারা এঘটনা ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগের অপর গ্রুপ (মনোনয়ন পেয়েছে) তারাই করেছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব আছে। ছবি ও ভিডিও সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
- সোনারগাঁও হোটেলের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হুমকি দিল মানব পাচারকারী
- পঞ্চগড় থেকে আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
- খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৮ নভেম্বর
- সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়ো নয়: তারেক রহমান
- সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক সহকারী অধ্যাপক একলাছুর রহমান একলাছ
- স্টামফোর্ড ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা এ হান্নান ফিরোজ জন্মবার্ষ
- সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক আলাউদ্দিন নাসিম
- সিঙ্গাপুরে গড়েছে অপরাধের সামাজ্র্য
অনিয়ম ও দুর্নীতি`র বরপুত্র হন্ডি জামান - মেহেরুন মনসুরের বিলাসবহুল জীবনযাপনের অর্থের মূল উৎস কোথায় ?
- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পুনর্বহা
- বেনজীরের ব্যবসায়িক পার্টনার রাসেলের ইউসিবি ব্যাংক দখলের পায়তারা
- পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের
- হত্যা ও চাঁদাবাজির হুমকিতে আতঙ্কিত আড়াইহাজারের ব্যবসায়ীরা
- প্রবাসী তানভীর অপুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ
- প্রফেশনাল বক্সিং সোসাইটির উদ্যোগে বন্যা দুর্গতের ত্রাণ বিতরণ
- যায়যায়দিনের বিশেষ প্রতিনিধিকে হত্যার হুমকি
- একরামুন্নেছার প্রধান শিক্ষক হোসনেয়ারা`র পদত্যাগ
- ডুবতে বসেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
- সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ
- অতিষ্ঠ বনশ্রীবাসী
বনশ্রীর অঘোষিত ডন সাব্বির - রাজস্ব আদায় ও রিজার্ভ সংকট।
- প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন
- বইমেলায় হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই
- আইএসডিবি আইটি গ্র্যাজুয়েটরা
আইটি সেক্টরে উল্লেখ্য অবদান রাখছে - বইমেলায় ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন’
- পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাল জাহানারা বাসার
- পঙ্গু স্বামী-সন্তান নিয়ে ধারে ধারে ঘুরছে রিক্তা
ভূমি খেকুর দখলে বসতভিটা - সৌদি আরব সকল দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে: রাষ্ট্রদূত
- সরস্বতী পূজা কাল
- ‘নারী’তে রূপ নিতে ভারতে বাংলাদেশি যুবক, অতঃপর...
- ‘উপকূল দিবস’ পালিত হবে কাল
- পদত্যাগ করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব: রুহুল কবির রিজভী
- ঘষামাজার জন্যও বিএনপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে
- তরুণদের স্বপ্নের কথা শুনলেন প্রধানমন্ত্রী
- নাসিকে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
- আগামী মার্চ থেকে কলকাতা-ঢাকা নৌপথে জাহাজ চলবে
- আজ পবিত্র আশুরা
- জঙ্গি দমনে রাজশাহী পুলিশের বিশেষ টিম
- রেল দিবস আজ
- ১০ মেগা প্রকল্পের ৭টিতে বরাদ্দ বেড়েছে
- দুর্নীতির তদন্তে সিলেট বিআরটিতে দুদক দল
- বাস মালিকদের ৮০ শতাংশই গরিব: পরিবহন নেতা
- স্মার্ট কার্ড পুরুষকে বানিয়ে দিলো নারী!