বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ |  আশ্বিন ৪ ১৪৩১ |   ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘উপকূল দিবস’ পালিত হবে কাল

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১ ১৩ ০১ ০১  

উপকূল-দিবস-পালিত-হবে-কাল

উপকূল-দিবস-পালিত-হবে-কাল

আগামীকাল শুক্রবার ঢাকাসহ দেশের ১৬ জেলায় ‘উপকূল দিবস’ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭০ সালে সংঘটিত ঐতিহাসিক ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ স্মরণে দিনটিকে প্রতি বছর পালন করে উপকূলের মানুষ। শোভাযাত্রা, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারো উপকূলে পালিত হবে দিবসটি।

জানা গেছে, উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনাময় উপকূলকে সুরক্ষার তাগিদে একটি দিনকে দিবস হিসেবে পালনের দাবি জানিয়ে আসছে উপকূলবাসী। পরবর্তীতে ২০১৬ সালে অরক্ষিত উপকূলকে সুরক্ষার তাগিদে গঠিত হয় ‘উপকূল দিবস বাস্তবায়ন কমিটি’। ওই কমিটির আহ্বানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ১০০ সংগঠন ও প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে দিবসটি পালনে এগিয়ে আসে। এর মধ্যে রয়েছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যকর্মীদের সংগঠন, কিশোর-তরুণদের সংগঠন ইত্যাদি। দিবসটি পালনের প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম,  আলোকযাত্রা দল।

উপকূল দিবস বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, এদিন একযোগে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, ভোলার সদর, চরফ্যাশন, তজুমদ্দিন, মনপুরা, পটুয়াখালীর সদর, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালী, নীলগঞ্জ, চট্টগ্রামের সন্দ্বীপ, ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, সাতক্ষীরার সদর, তালা, শ্যামনগর, বুড়িগোয়ালিনী, খুলনার পাইকগাছা, বরিশাল, চাঁদপুর, পিরোজপুরের কাউখালী, নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, বরগুনা, বাগেরহাটের সদর, শরণখোলা, কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন এবং ঝালকাঠির সদর ও কাঁঠালিয়ায় দিবসটি পালিত হবে।

উপকূল দিবসের প্রধান উদ্যোক্তা ও উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, ১৯৭০ এর ভয়াল সেই কালরাত উপকূলের মানুষের জ়ন্য যেমনটা অনিরাপদ ছিল আজও তেমনই অনিরাপদ। উপকূলের মানুষগুলো এখনো নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। দুযোর্গের থাবায় হারাচ্ছে তাদের বাঁচার সম্বলটুকু। কিন্তু উপকূলের মানুষের সুরক্ষায় কোনো একটি বিশেষ দিবস নেই, যেদিন সবাই মিলে উপকূলের মানুষের কথা বলব। স্বাভাবিক সময়ে উপকূলের জীবন যে কতটা অস্বাভাবিক, সে বিষয়ে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের নজর বাড়িয়ে উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই উপকূল দিবস প্রস্তাবের মূল কারণ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর