শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

ঢাকা বোর্ডের অধীনে আমিরাতে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

ঢাকা-বোর্ডের-অধীনে-আমিরাতে-এসএসসি-পরীক্ষা-শুরু

ঢাকা-বোর্ডের-অধীনে-আমিরাতে-এসএসসি-পরীক্ষা-শুরু

ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোতে যথা সময়ে পরীক্ষা শুরু হয়। 

আমিরাতের রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল এবং রাস আল খাইমা অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আবুধাবিতে পরীক্ষার পরিদর্শক ছিলেন বাংলাদেশ দূতাবাস লেবার কাউন্সিলার আব্দুল আলিম মিয়া। এ সময় হল সুপারের দায়িত্বে ছিলেন কিরণ আক্তার। আবুধাবিতে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৯ জন, এর মধ্যে ছাত্র ২৭ জন এবং ছাত্রী ৩২জন। এর মধ্যে অনিয়মিত পাঁচজন। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রী, বাণিজ্য বিভাগ থেকে ১০ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

অন্যদিকে উত্তর আমিরাতে রাস আল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ জন এবং  বাণিজ্য বিভাগ থেকে ১৭ জন ছাত্রছাত্রী অংশ নেন। এ সময় হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দুবাই কাউন্সিলের কাউন্সিলর ফাতেমা জাহান। হল সুপার ছিলেন মামুন হক। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর