সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানাডায় বন্দুক হামলায় ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮ ০৬ ০৩  

কানাডায়-বন্দুক-হামলায়-৪-বাংলাদেশি-গুলিবিদ্ধ

কানাডায়-বন্দুক-হামলায়-৪-বাংলাদেশি-গুলিবিদ্ধ

কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় বন্দুক হামলায় চার বাংলাদেশি কানাডিয়ান নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন টরেন্টো পুলিশ।   

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

টরন্টো পুলিশ জানায়, রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এলোপাতাড়ি গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়িও উদ্ধার করা হয়। 

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল জানান, এলোপাতাড়ি গুলিতে গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। বাকি তিনজন আশঙ্কামুক্ত রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর