সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাতারে পঞ্চম ধাপে খুলে দেয়া হয়েছে যেসব প্রতিষ্ঠান

প্রকাশিত: ২৯ মে ২০২১ ১৮ ০৬ ০২  

কাতারে-পঞ্চম-ধাপে-খুলে-দেয়া-হয়েছে-যেসব-প্রতিষ্ঠান

কাতারে-পঞ্চম-ধাপে-খুলে-দেয়া-হয়েছে-যেসব-প্রতিষ্ঠান

কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শর্তসাপেক্ষে শুক্রবার (২৮ মে) পঞ্চম ধাপে খুলে দেয়া হয়েছে হোটেল, সেলুন, ডাইভিং স্কুল, বিউটি পার্লার, সিনেমা হল, মিউজিয়াম লাইব্রেরি ও বিনোদন কেন্দ্র। 

কিন্তু প্রকারভেদে ৩০ থেকে ৫০ ভাগের বেশি ধারন ক্ষমতার বহন করতে পারবে না প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বিরতির পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে বিধিনিষেধ শিথিল করায় কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সম্ভব বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা।

অন্যদিকে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে করোনা ভ্যাকসিনের টিকা বিভিন্ন দেশের অভিবাসী কর্মীদের ১ লাখ ২০ হাজার ডোজ প্রদানসহ সব মিলিয়ে ২০ লাখের বেশি মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে। তাই প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়ার আহ্বান জানান বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।

তবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগের মতো ৫০ ভাগ কর্মকর্তা ও কর্মচারী নিয়ে কাজে যোগদান করতে পারবে। পরিস্থিত স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর