বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের ৮ হাজার এলাকা থেকে পালাল রুশ সেনারা!

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১২ ১২ ০২  

ইউক্রেনের-৮-হাজার-এলাকা-থেকে-পালাল-রুশ-সেনারা

ইউক্রেনের-৮-হাজার-এলাকা-থেকে-পালাল-রুশ-সেনারা

ছয় মাসের অভিযানে ইউক্রেনের বিশাল এলাকা দখল করেছিল রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু রহস্যজনকভাবে সেপ্টেম্বরের শুরু থেকে পিছু হটতে থাকে তারা।  এরমধ্যে পশ্চিমাদের প্রাপ্ত অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। এতে ১৪ দিনে আট হাজার এলাকা থেকে পালিয়েছে রুশ সেনারা। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বক্তব্যে এমন সব তথ্য মিলেছে। জেলেনস্কির দাবি, ইউক্রেনের সৈন্যরা আট হাজার বর্গকিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। তবে এর অর্ধেক এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বাকি এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, পাল্টা আক্রমণে যেসব এলাকা পুনরুদ্ধার করেছে সেখান থেকে রুশ বাহিনীকে পুরোপুরি হটাতে অভিযান চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী।

মূলত খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকা পুনর্দখল করেছে ইউক্রেন। যেসব এলাকাকে স্বাধীন করা হয়েছে বলেও জানায় কিয়েভ। খারকিভ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসার পাশাপাশি রাশিয়ার দখলে থাকার সময় নির্যাতন আর হত্যার নানা তথ্য বেরিয়ে আসছে।

খারকিভ অঞ্চলের বালাকলিয়া শহরের বাসিন্দা আর্টেম বলেন, রুশ বাহিনী তাকে ৪০ দিন ধরে আটকে রেখেছিল। আটকের সময় বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছে রুশ সেনারা। ঐ এলাকা গত ছয় মাস ধরে দখল করে রেখেছিল রাশিয়া। সেখানকার পুলিশ স্টেশনকে সদর দফতর হিসেবে ব্যবহার করতো তারা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর