ইউক্রেনের ৮ হাজার এলাকা থেকে পালাল রুশ সেনারা!
প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ইউক্রেনের-৮-হাজার-এলাকা-থেকে-পালাল-রুশ-সেনারা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বক্তব্যে এমন সব তথ্য মিলেছে। জেলেনস্কির দাবি, ইউক্রেনের সৈন্যরা আট হাজার বর্গকিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। তবে এর অর্ধেক এলাকায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বাকি এলাকায় নিয়ন্ত্রণ কার্যকর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, পাল্টা আক্রমণে যেসব এলাকা পুনরুদ্ধার করেছে সেখান থেকে রুশ বাহিনীকে পুরোপুরি হটাতে অভিযান চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী।
মূলত খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকা পুনর্দখল করেছে ইউক্রেন। যেসব এলাকাকে স্বাধীন করা হয়েছে বলেও জানায় কিয়েভ। খারকিভ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসার পাশাপাশি রাশিয়ার দখলে থাকার সময় নির্যাতন আর হত্যার নানা তথ্য বেরিয়ে আসছে।
খারকিভ অঞ্চলের বালাকলিয়া শহরের বাসিন্দা আর্টেম বলেন, রুশ বাহিনী তাকে ৪০ দিন ধরে আটকে রেখেছিল। আটকের সময় বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছে রুশ সেনারা। ঐ এলাকা গত ছয় মাস ধরে দখল করে রেখেছিল রাশিয়া। সেখানকার পুলিশ স্টেশনকে সদর দফতর হিসেবে ব্যবহার করতো তারা।