সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমিরাতে ‘শেকড়ের খোঁজে’র বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১ ০০ ১২ ০৩  

আমিরাতে-শেকড়ের-খোঁজের-বাংলাদেশিদের-মাঝে-খাদ্য-সামগ্রী-বিতরণ

আমিরাতে-শেকড়ের-খোঁজের-বাংলাদেশিদের-মাঝে-খাদ্য-সামগ্রী-বিতরণ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শেকড়ের খোঁজে’। সংগঠনটি এরইমধ্যে পাঁচ শতাধিক প্রবাসীদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল ও তেলসহ অতিপ্রয়োজনীয় ৭টি খাদ্যপণ্য। রমজান মাসে ১ হাজার পরিবারের পাশে দাঁড়াবে এই সংগঠনটি। 

সংগঠনের সভাপতি কাজী গুলশান আরা বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ১ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। করোনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় আমরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মাধ্যমে বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। লকডাউন ও রমজানে সামান্য এই উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের তৃপ্তি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর