সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির মিলন মেলা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১ ১৮ ০৬ ০২  

অস্ট্রেলিয়ায়-বাংলাদেশি-স্টুডেন্ট-সোসাইটির-মিলন-মেলা

অস্ট্রেলিয়ায়-বাংলাদেশি-স্টুডেন্ট-সোসাইটির-মিলন-মেলা

অস্ট্রেলিয়াতে নববর্ষ উপলক্ষে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটির আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত। 

ইউনিভার্সিটির মওসন লেইকে ক্যাম্পাসে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশী শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি এডিলেডের বাংলাদেশী প্রতিনিধিবৃন্ধদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একখণ্ড বাংলাদেশে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র জিলিয়ান অন্ড্রিজ। তার বক্তব্যে অস্ট্রেলিয়ার বহুজাতিক পরিবেশে নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহবান জানান তিনি। এছাড়াও বাংলাদেশী খাবার এবং সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন মেয়র।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটির মিলন মেলাঅস্ট্রেলিয়ায় বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটির মিলন মেলা

ড. রাজিবুল করিমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটির ট্রেজারার ধ্রুবজিত সাহা। এ সময়, এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশী সংস্কৃতি বহুজাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। পরে, নববর্ষের ইতিহাস তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের সর্ব জ্যেষ্ঠ বাংলাদেশী অধ্যাপক মাহফুজ আজিজ।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসেন তুহিন ও ড. জান্নাতুল ফেরদৌস ঝুমা। 

অনুষ্ঠানের শুরুতেই কোরাস কণ্ঠে ‘সূর্যোদয়ে তুমি ও সূর্যাস্তে তুমি’ দর্শকদের মুগ্ধ করে। এরপর লিপন সাহা বাঁশির মূর্ছনায় সবাইকে মোহিত করেন।

শিশু শিল্পী ইহিতার নৃত্য, তারিক আনজাম, আনিতা ফাইরুজ, রত্না সাহা এবং নাদিয়া ইশরাতের একক সংগীত অনুষ্ঠানে আরো প্রাণসঞ্চার করে।

এ সময় কবিতা আবৃতি করেন ড. ফয়সাল আহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে ডুয়েট সংগীত পরিবেশন করেন অনিতা-ফয়সাল চৌধুরী জুটি।

এরপর নাজিয়া তাসনীম ২ টি বাউল গান পরিবেশন করেন। সর্বশেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ ড. রায়হান মাহবুব তার ব্যান্ড গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ফারজানা আকতার। এ সময় বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর