সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুদানে নারী দিবস পালন করলো বাংলাদেশ পুলিশ

প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১৮ ০৬ ০২  

সুদানে-নারী-দিবস-পালন-করলো-বাংলাদেশ-পুলিশ

সুদানে-নারী-দিবস-পালন-করলো-বাংলাদেশ-পুলিশ

সুদানের উনামিড শান্তি রক্ষা মিশনে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বাংলাদেশ ফর্মড পুলিশ। 

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে সুদান মহিলা পুলিশ সদস্যদের শুভেচ্ছা সামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট।  শুভেচ্ছা সামগ্রী গ্রহণ করেন উত্তর দারফুরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আব্দেল কারিম বিন কাশেম। 

এসময় উপস্থিত ছিলেন এল ফাশের গস পুলিশের সমন্বয়ক কর্নেল আমির ও সুদান পুলিশ লিয়াজো অফিসার সাউদা মারিয়াম। 

সুদান পুলিশের লিয়াজো অফিসার সাউদা মারিয়াম বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এবারই প্রথম কোনো দেশ আমাদের উন্নয়নে এগিয়ে এসেছে যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শুভেচ্ছা সামগ্রী দিতে পেরে বাংলাদেশ পুলিশ গর্বিত। 

এর আগে, উনামিড মিশনের পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরির সভাপতিত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের নারী সদস্যরা একটি র‍্যালিতে অংশ নেন। এতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ২০জন নারী সদস্যসহ তুরস্ক, পাকিস্তান, নাইজেরিয়া, ঘানা, জার্মানি, জিম্বাবুয়ে, ইথিওপিয়া ও কেনিয়ার প্রায় শতাধিক নারী শান্তিরক্ষী অংশ নেন। 

র‍্যালি শেষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট কমান্ডার বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন তুরস্কের কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল গুলুজার গুলন্দাজ, জার্মানির কমান্ডার কররেন মাইকেল রুহি। 

এসময় নারী প্লাটুন কমান্ডার শামীমা বলেন, বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধবিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর