সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ৮ জুন ২০২১ ১৮ ০৬ ০২  

বাংলাদেশের-মৎস্য-খাতে-বিনিয়োগের-আহ্বান

বাংলাদেশের-মৎস্য-খাতে-বিনিয়োগের-আহ্বান

জার্মানিতে বিনিয়োগকারীদের সামুদ্রিক মাছ আহরণ ও প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এ আহ্বান জানান।

সোমবার (৭ জুন) জার্মানির বাংলাদেশ দূতাবাস ও জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক ওয়েবিনারে তারা এ আহ্বান জানান। অনুষ্ঠানে ‘বাংলাদেশ: মৎস্যজাতীয় পণ্য রফতানির সুযোগ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জার্মান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম ও জার্মান এগ্রিবিজনেস অ্যালায়েন্সের পরিচালক এলিনা গুমপার্ট সঞ্চালনায় প্রায় ৭০ জন প্রতিনিধি ওয়েবিনারে যুক্ত ছিলেন। ওয়েবিনারে অংশ নেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন উর রশিদ, বাংলাদেশ ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের পরিচালক এনাম চৌধুরীসহ অন্যরা।

জার্মান ফেডারেল সরকারের খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগ প্রধান মরিৎস কাইফুসেন, মাথিয়াস কেলার, ক্লেমস জিএমবিএইচ’র সিইও মারটিন হফস্তেত ওয়েবিনারে অংশ নেন। এছাড়া জার্মান আমদানিকারক, বাংলাদেশি রফতানিকারকসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা যুক্ত হোন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর