মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার: পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

পূজা-নির্বিঘ্ন-করতে-সব-ব্যবস্থা-নেবে-সরকার-পরিবেশমন্ত্রী

পূজা-নির্বিঘ্ন-করতে-সব-ব্যবস্থা-নেবে-সরকার-পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই সতর্ক থাকলে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে। আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় কখনোই দুর্গাপূজা উদযাপন বিঘ্নিত হয়নি। এবারো শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর