পূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেবে সরকার: পরিবেশমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
পূজা-নির্বিঘ্ন-করতে-সব-ব্যবস্থা-নেবে-সরকার-পরিবেশমন্ত্রী
রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে। আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় কখনোই দুর্গাপূজা উদযাপন বিঘ্নিত হয়নি। এবারো শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।