সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্তুগালে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১ ১৮ ০৬ ০২  

পর্তুগালে-করোনাভাইরাসে-ক্ষতিগ্রস্ত-১০০-পরিবারের-মাঝে-খাদ্যসামগ্রী-বিতরণ

পর্তুগালে-করোনাভাইরাসে-ক্ষতিগ্রস্ত-১০০-পরিবারের-মাঝে-খাদ্যসামগ্রী-বিতরণ

পর্তুগালে করোনাভাইরাসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন পিবিএফএ - পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশান। 

রোববার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ ইসলামিক সেন্টার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে GULBENKIAN FOUNDATION এর সহযোগিতায় বিভিন্ন দেশের প্রায় ১০০টি পরিবারের মাঝে  খাবার, মেডিসিন, মাস্ক, স্যানিটাইজারসহ উপহার বক্স বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিন, সহ-সভাপতি শাহীন সায়ীদ, সাধারণ সম্পাদক কবি মোরশেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য জিয়াউর রহমান নিপু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফৌজিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক নাইমা বিথীসহ কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ। 

উল্লেখ্য, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশান ২০১৫ সাল থেকে স্থানীয় বিভিন্ন সংগঠন এবং সংস্থার সঙ্গে কমিউনিটির উন্নয়ন এবং অভিবাসীদের জন্য কাজ করছে। বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় দিবস সমূহসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। 

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর