সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাতারে লাগবে না হোটেল কোয়ারেন্টাইন, খুশি প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: ৯ জুলাই ২০২১ ১৮ ০৬ ০১  

কাতারে-লাগবে-না-হোটেল-কোয়ারেন্টাইন-খুশি-প্রবাসী-বাংলাদেশিরা

কাতারে-লাগবে-না-হোটেল-কোয়ারেন্টাইন-খুশি-প্রবাসী-বাংলাদেশিরা

করোনার দুই ডোজ টিকা গ্রহণ বা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে এলে কোনো ধরনের হোটেল কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না। এমন খবরে খুশি কাতারে বিদেশিসহ প্রবাসী বাংলাদেশিরা। 

বৃহস্পতিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। আগামী ১২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হবে জানিয়েছে দেশটি।

তবে এই নিয়ম কেবলমাত্র কাতারি নাগরিক ও যাদের কাতারি আইডি আছে, তাদের জন্য প্রযোজ্য। তবে আসার ১২ ঘণ্টা আগে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্যও এই সুবিধা বহাল থাকবে।

তবে টিকাবিহীন যারা কাতারে আসবেন, তারা নিজেদের দেশ অনুসারে ৭-১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে সবুজ তালিকাভুক্ত হলে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন এবং হলুদ তালিকাভুক্ত হলে সাতদিনের হোটেল কোয়ারেন্টাইন এবং লাল তালিকাভুক্ত হলে দশদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

যেসব বাংলাদেশি এখনো টিকা পাননি, তারা কাতারে ফিরে আসার পর দশ দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর