শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফিস ‘আদেশে’ রাতভর মদপান, অর্ধেক মাথার খুলি হারালেন যুবক

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০১  

অফিস-আদেশে-রাতভর-মদপান-অর্ধেক-মাথার-খুলি-হারালেন-যুবক

অফিস-আদেশে-রাতভর-মদপান-অর্ধেক-মাথার-খুলি-হারালেন-যুবক

কর্মচারীদের উজ্জীবিত করতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন কোম্পানি। এতে কোম্পানির কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক গাঢ় হয়। এমনি একটি কোম্পানি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে মদপান করেন কোম্পানির কর্মকর্তা মাইক ব্রুকি নামের এক যুবক। মদে এতটাই বুদ হন যে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

জানা গেছে, মাইক অন্যতম বৃহৎ একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করেন। 

স্থানীয় সংবাদমাধ্যমকে মাইক জানান, অফিসে মৌসুম সমাপ্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা হয় সব কর্মচারীকে অন্তত নয়টি পানশালা থেকে মদপান করতেই হবে। আর সেই অনুষ্ঠানেই মত্ত অবস্থায় পড়ে যান তিনি। চোট এতই গুরুতর ছিল যে এক মাস কোমায় থাকতে হয় তাকে। অস্ত্রোপচার করে বাদ দিতে হয় মাথার খুলির একটি বড় অংশ। চিকিৎসার পরেও পুরোপুরি সুস্থ হতে পারেননি মাইক।

হাসপাতাল থেকে ফিরে সংস্থার বিরুদ্ধে প্রায় দু’কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন মাইক। অভিযোগে তিনি দাবি করেন, পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক যখন পড়ে যান, তখন মদের প্রভাব এতই বেশি ছিল যে হাত দিয়ে পতন ঠেকাতে পারেননি তিনি। আর তাতেই মেঝেতে মাথা ঠুকে যায় তার। মাইকের অভিযোগের পরই ঐ ধরনের অনুষ্ঠান আয়োজন করা বন্ধ করে দিয়েছে সংস্থাটি। তবে মামলাটি বিচারাধীন থাকায় গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর