অফিস ‘আদেশে’ রাতভর মদপান, অর্ধেক মাথার খুলি হারালেন যুবক
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
অফিস-আদেশে-রাতভর-মদপান-অর্ধেক-মাথার-খুলি-হারালেন-যুবক
জানা গেছে, মাইক অন্যতম বৃহৎ একটি অ্যাকাউন্টিং ফার্মে চাকরি করেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে মাইক জানান, অফিসে মৌসুম সমাপ্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা হয় সব কর্মচারীকে অন্তত নয়টি পানশালা থেকে মদপান করতেই হবে। আর সেই অনুষ্ঠানেই মত্ত অবস্থায় পড়ে যান তিনি। চোট এতই গুরুতর ছিল যে এক মাস কোমায় থাকতে হয় তাকে। অস্ত্রোপচার করে বাদ দিতে হয় মাথার খুলির একটি বড় অংশ। চিকিৎসার পরেও পুরোপুরি সুস্থ হতে পারেননি মাইক।
হাসপাতাল থেকে ফিরে সংস্থার বিরুদ্ধে প্রায় দু’কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন মাইক। অভিযোগে তিনি দাবি করেন, পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক যখন পড়ে যান, তখন মদের প্রভাব এতই বেশি ছিল যে হাত দিয়ে পতন ঠেকাতে পারেননি তিনি। আর তাতেই মেঝেতে মাথা ঠুকে যায় তার। মাইকের অভিযোগের পরই ঐ ধরনের অনুষ্ঠান আয়োজন করা বন্ধ করে দিয়েছে সংস্থাটি। তবে মামলাটি বিচারাধীন থাকায় গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা।