শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮ বিভাগেই বৃষ্টি, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৩ ০১ ০১  

৮-বিভাগেই-বৃষ্টি-তাপমাত্রা-নিয়ে-নতুন-বার্তা

৮-বিভাগেই-বৃষ্টি-তাপমাত্রা-নিয়ে-নতুন-বার্তা

দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে শুক্রবার সকালে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের চারটি জেলায় ১ মিলিমিটার থেকে সামান্য বৃষ্টিপাত হয়েছিল। তবে আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এদিকে শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রজ্বল। আবহাওয়া অনেকটাই ছিল উষ্ণ। ঘর থেকে বের হয়েই রোদ্রের উত্তাপে কিছুটা অস্বস্থিতেই পড়েছে সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদফর জানায়, শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর