বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭.৬ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ১০ ১০ ০১  

৭৬-মাত্রার-প্রবল-ভূমিকম্পে-কেঁপে-উঠল-মেক্সিকো-সুনামি-সতর্কতা-জারি

৭৬-মাত্রার-প্রবল-ভূমিকম্পে-কেঁপে-উঠল-মেক্সিকো-সুনামি-সতর্কতা-জারি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে আঘাত হেনেছে প্রবল ভূমিকম্প।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত একটার দিকে দেশটির পশ্চিম উপকূলের কাছে কোলিমা রাজ্যের পাশে মিচোয়াকানের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

মেক্সিকোর সরকার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর শহর মানসানিওতে একটি ডিপার্টমেন্ট স্টোরের ছাদ ধসে পড়ে একজন নিহত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে মিচোয়াকান রাজ্যের বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসব হাসপাতালের একটিতে ভেঙ্গে পড়া কাচের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল মেক্সিকোর জনবিরল এলাকায়।

আরো পড়ুন>> চিরনিদ্রায় শায়িত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে, এতে এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র মেক্সিকো উপকূলের অঞ্চলটিতে সুনামি সতর্কতাজারি করেছে । কেন্দ্রটি পূর্বাভাস জানিয়ে বলেছে, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের।

মেক্সিকোয় এমন এক দিনে ভূমিকম্প অনুভূত হলো, যেদিন দু’টি ভয়াবহ ভূমিকম্পের বার্ষিকী পালন করছিলো দেশটি। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশটির রাজধানীতে ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল কয়েক হাজার মানুষ। ২০১৭ সালের একই দিনে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৩৭০ জনের।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর