শনিবার   ১৮ মে ২০২৪ |  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১ |   ১০ জ্বিলকদ ১৪৪৫

১ কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

১-কোটি-পরিবারে-ভর্তুকি-মূল্যে-টিসিবির-পণ্য-বিক্রি-শুরু-সোমবার

১-কোটি-পরিবারে-ভর্তুকি-মূল্যে-টিসিবির-পণ্য-বিক্রি-শুরু-সোমবার

ভর্তুকি মূল্যে সোমবার থেকে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবার নির্ধারিত ডিলারদের দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। অক্টোবরজুড়ে দেশব্যাপী এ কার্যক্রম চলবে।

রোববার টিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা ও পেঁয়াজের দর ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর