শনিবার   ০৪ মে ২০২৪ |  বৈশাখ ২০ ১৪৩১ |   ২৫ শাওয়াল ১৪৪৫

বিএসটিআই হালাল সনদ প্রদান শুরু হয়েছে: শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

বিএসটিআই-হালাল-সনদ-প্রদান-শুরু-হয়েছে-শিল্পমন্ত্রী

বিএসটিআই-হালাল-সনদ-প্রদান-শুরু-হয়েছে-শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্যের চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপ আমেরিকাতেও হালাল সনদের চাহিদা বাড়ছে। তাই বৈশ্বিক এ চাহিদাকে প্রাধান্য দিয়ে বিএসটিআই হালাল সনদ প্রদান শুরু করেছে।

তিনি বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে টিকে থাকতে বিএসটিআইয়ের নতুন সংযোজন হালাল সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবসের প্রোগ্রামে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয় আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে বিএসটিআইতে আন্তর্জাতিক মানের নতুন নতুন ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

পাশাপাশি দেশীয় বাজারে মান সম্পন্ন পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে শিল্পমন্ত্রী বলেন, শুধু রফতানি পণ্যের ক্ষেত্রে নয় দেশীয় বাজারে বাজারজাতকৃত পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করতে হবে। এটি বাস্তবায়নে একদিকে যেমন বিএসটিআই’র নজরদারি বাড়াতে হবে অন্যদিকে ব্যবসায়ীদের মাঝেও সততা থাকতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর