সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেলিকপ্টারে নামাজ আদায় করলেন ইমরান খান

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২৩ ১১ ০২  

হেলিকপ্টারে-নামাজ-আদায়-করলেন-ইমরান-খান

হেলিকপ্টারে-নামাজ-আদায়-করলেন-ইমরান-খান

আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুরো পাকিস্তান চষে বেড়াচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সম্প্রতি তিনি খাইবার-পাখতুনখোয়া সফর করছেন। ওই অঞ্চলের পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় তিনি সামনের সিটে বসে নামাজ আদায় করেন। তার হেলিকপ্টারে এই নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণকালে হেলিকপ্টারে বসেও সময়মতো নামাজ আদায় করায় অনেকেই তার প্রশংসা করেছেন।

ইমরানের ভক্তরা তার প্রশংসা করে বলেছেন, শত ব্যস্ততার মধ্যেও তিনি ওয়াক্ত হতেই নামাজ আদায় করেছেন। বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার।

অন্যদিকে বিরোধীরা ভিডিওর কমেন্টে তার ব্যাপক সমালোচনা করেছেন। কেউ কেউ আবার নামাজ আদায়ের অত্যাবশ্যকীয় বিষয় কিবলার দিক ঠিক থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে তিনি জনগণের অর্থ খরচ করছেন বলে সমালোচনা করছেন বিরোধীরা।

আরো পড়ুন>> সাপের মাথায় চুমু খেতে গিয়ে ঘটলো বিপত্তি

এর আগে গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে একজন নারী বিচারককে নিয়ে মন্তব্য করার প্রেক্ষিতে করা মামলায় গত ৩০ সেপ্টেম্বর ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ইসলামাবাদ আদালতের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার ইসলামাবাদ হাইকোর্টে সংক্ষিপ্ত শুনানি শেষে ১০ হাজার রুপি জামানতে ইমরানকে প্রতিরক্ষামূলক জামিন দিয়েছেন বিচারক মোশিন আখতার কায়ানি।

ভিডিওটি দেখুন...

 

Pakistan Tehreek-e-Insaf Chairman Imran Khan was filmed praying in a helicopter as he flew above breathtaking mountains and valleys. The video went viral on social media, with many praising the former premier for his devotion to his faith.#etribune #news #imrankhanPTI #prayer pic.twitter.com/OlyGGJhq4Y

— The Express Tribune (@etribune) September 30, 2022

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর