বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ সুর বদলে গেল এরদোগানের!

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৮ ০৮ ০২  

হঠাৎ-সুর-বদলে-গেল-এরদোগানের

হঠাৎ-সুর-বদলে-গেল-এরদোগানের

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। সেই দেশের প্রেসিডেন্ট হচ্ছেন রিসেপ তাইয়্যাপ এরদোগান। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর চুপ ছিলেন তিনি। বরং জাতিসংঘের সঙ্গে মোড়লের ভূমিকায় আবির্ভূত হন এরদোগান। তবে হঠাৎ বদলে গেছে তার সুর। রাশিয়াকে নিয়ে পশ্চিমা বিশ্বের ‘উসকানিমূলক’ নীতি সঠিক ছিল না বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার গ্যাসের নির্ধারিত মূল্য বেধে দেওয়ার পর বুধবার এ মন্তব্য করেন তিনি।

বেলগ্রেডে সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, রাশিয়াকে নিয়ে পশ্চিমের উসকানিমূলক নীতিগুলো সঠিক ছিল না।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার গ্যাসের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেয় তাহলে ইউরোপে সব ধরনের জ্বালানির সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ঘিরে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। গত ছয় মাসের বেশি সময় ধরে চলে আসা এ যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকট। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানির উৎপাদনকারী রাশিয়ার জ্বালানি ও খাদ্যশস্যের সরবরাহ ভেঙে পড়ায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। চলমান এ সংকটে আগামী শীতে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোতে বিদ্যুৎ ও জ্বালানির রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর