শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মারা গেছেন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৩ ০৩ ০২  

সোভিয়েত-ইউনিয়নের-শেষ-প্রেসিডেন্ট-মারা-গেছেন

সোভিয়েত-ইউনিয়নের-শেষ-প্রেসিডেন্ট-মারা-গেছেন

রক্তপাত ছাড়াই বিশ্বের স্নায়ু যুদ্ধের সমাপ্তি টানা সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার শাসনামলেই সোভিয়েন ইউনিয়নও ভেঙে যায়।

মঙ্গলবার একটি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

গর্বাচেভ যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র কমানোর চুক্তি করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই ভাগের ইউরোপকে এক করেন। তিনি জার্মানিকে ইউরোপের সঙ্গে যুক্ত করেন।

১৯৮৯ সালে যখন সোভিয়েন ইউনিয়নের বিভিন্ন জাতির মধ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে তখন তিনি সামরিক শক্তি প্রয়োগ থেকে বিরত ছিলেন। গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সালে সোভিয়েত ভাঙা পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

১৯৫৬ সালে হাঙ্গেরি ও ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ার বিদ্রোহ দমন করতে সোভিয়েন ইউনিয়নের আগের নেতারা ট্যাঙ্ক পাঠিয়েছিলেন। তবে ১৯৮৯ সালে গণতন্ত্রের পক্ষের আন্দোলনের সময় গর্বাচেভ ছিলেন ভিন্ন।

সূত্র- রয়টার্স ও স্কাইনিউজ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর