বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০১  

সীমিত-আয়ের-মানুষের-পাশে-দাঁড়িয়েছে-সরকার-কৃষিমন্ত্রী

সীমিত-আয়ের-মানুষের-পাশে-দাঁড়িয়েছে-সরকার-কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আর্ন্তজাতিক সংকটের কারণে দ্রব্যমূল্য কিছুটা বেশি হওয়ায় সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে সরকার। সরকার চায় একজন মানুষও খাবারের কষ্ট করবে না। সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কৃষি উন্নয়ন’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। ১৫ টাকা ও ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করা হচ্ছে। ফলে চালসহ বিভিন্ন জিনিসের দাম কমতে শুরু করেছে। এতে সীমিত আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব হয়েছে।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, মহাসচিব অধ্যাপক মিজানুল হক কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর