শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারাদেশে ৫-১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১১ ১১ ০২  

সারাদেশে-৫-১১-বছর-বয়সীদের-করোনার-টিকা-দেওয়া-শুরু

সারাদেশে-৫-১১-বছর-বয়সীদের-করোনার-টিকা-দেওয়া-শুরু

রাজধানীসহ ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে ৫ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৫ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এর আগে, বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃক শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিশ্বের অনেক উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকার দেশের কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে ২৫ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদানের আওতায় আনতে যাচ্ছে।

প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি কর্পোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ টিকা দেওয়া হবে। এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে শিশুদের জন্য প্রথম পর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর