বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সার কারসাজিতে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০১  

সার-কারসাজিতে-জড়িত-ডিলারদের-লাইসেন্স-বাতিল-করা-হবে-কৃষিমন্ত্রী

সার-কারসাজিতে-জড়িত-ডিলারদের-লাইসেন্স-বাতিল-করা-হবে-কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শুধু জরিমানা নয়, সার কারসাজিতে জড়িত ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। লাইসেন্স বাতিলের জন্য তাদের নাম শিল্প মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েট চিয়েন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

মন্ত্রী জানান, ডিসেম্বর পর্যন্ত সারের মজুতে কোনো সমস্যা নেই। গুদামে পর্যাপ্ত সার রয়েছে। একইসঙ্গে, গত বছরের তুলনায় এ বছর বরাদ্দও বেশি দেওয়া হয়েছে। তারপরও কোথাও কোথাও সারের সংকটের কথা শোনা যাচ্ছে। এটি হতে পারে না। ডিলার ও খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি মাঠ প্রশাসন বা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কারো গাফিলতি পাওয়া গেলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে। 

সারের কৃত্রিম সংকট ও কারসাজি রোধে সারাদেশে আগস্ট মাসে ৩৮৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িত ৩৮৩জন ডিলার ও খুচরা ব্যবসায়ীকে ৫৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এমওপি সার প্রসঙ্গে মন্ত্রী জানান, আগস্ট মাস থেকে আজ পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে আমদানি করা ১ লাখ ৮০ হাজার টন এমওপি সার দেশে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসে ১ লাখ ১৬ হাজার টন সার দেশে পৌঁছাবে। অন্যদিকে, সেপ্টেম্বরে ৫১ হাজার টন  ও অক্টোবরে ৭০ হাজার টন এমওপি সারের চাহিদা রয়েছে। ফলে চাহিদার চেয়ে মজুত অনেক বেশি থাকবে।

চালের দাম শিগগিরই কমবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আনা হচ্ছে। জিটুজি ভিত্তিতে এ চাল আনা হচ্ছে। চাল আসতে ১৫-২০ দিন লাগতে পারে। এছাড়া, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আনা হচ্ছে। অন্যদিকে, দেশে প্রায় ১৮ লাখ টন খাদ্য মজুত আছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া হবে। টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে ৩০ টাকা কেজিতে চাল বিতরণ করা হবে। ওএমএসেও চাল বিক্রি করা হবে। সব মিলিয়ে চালের দাম শিগগিরই কমবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর