শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সামাজিক মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১৪ ০২ ০২  

সামাজিক-মাধ্যমে-পোস্ট-সৌদি-নারীর-৪৫-বছরের-কারাদণ্ড

সামাজিক-মাধ্যমে-পোস্ট-সৌদি-নারীর-৪৫-বছরের-কারাদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। দেশটিতে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ আল-কাহতানি। ২০২১ সালের জুলাইয়ে টুইটারে এক পোস্টের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিতে তার ৪৫ বছরের সাজা হয়।

সৌদি আরবের প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি প্রতিষ্ঠিত ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) জানায়, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

তবে নুরাহ আল-কাহতানির সাজার বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।

চলতি মাসেই সৌদিতে সালমা আল-শেহাব নামের এক নারীর ৩৪ বছরের কারাদণ্ড হয়। এ ঘটনার কয়েক সপ্তাহের ব্যবধানে নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর