মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: বীর বাহাদুর উশৈসিং

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ১৯ ০৭ ০১  

সাংবাদিকরা-জাতির-বিবেক-ও-সমাজের-দর্পণ-বীর-বাহাদুর-উশৈসিং

সাংবাদিকরা-জাতির-বিবেক-ও-সমাজের-দর্পণ-বীর-বাহাদুর-উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ।

শুক্রবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে ফুটে উঠে। সুন্দর সমাজ গঠনসহ সব ক্ষেত্রে তারা (সাংবাদিকরা) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এর আগে, বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৬ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাব ভবনের ৫ম তলার শুভ উদ্বোধন করেন বীর বাহাদুর উশৈসিং।

এ সময় জ্ঞান চর্চার বিষয়ে প্রেসক্লাবকে পাঠাগার ব্যবস্থা করার জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান ও সাফজয়ী পাঁচ পাহাড়ি নারী ফুটবলারের জন্য বান্দরবানে সংবর্ধনা দেওয়ার আশ্বাস দেন তিনি।

বান্দরবান প্রেস ক্লাব আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা প্রমুখ।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর