শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সহিংসতার আগুনে জ্বলছে ইরাক, নিহত ৩০

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২২ ১০ ০২  

সহিংসতার-আগুনে-জ্বলছে-ইরাক-নিহত-৩০

সহিংসতার-আগুনে-জ্বলছে-ইরাক-নিহত-৩০

শিয়া নেতা মুক্তাদা আল সাদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় অস্থিতিশীল পুরো ইরাক। এরই মধ্যে দেশটির বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন সাদরের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।

সোমবার এক টুইটবার্তায় শিয়া নেতা মুক্তাদা আল সাদর জানান, রাজনৈতিক অচলাবস্থার অবসান না হওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতার বিদায়ের খবরে রাজপথে নেমে আসেন তার সমর্থকরা। সাদরের সমর্থকরা বলছেন, আমাদের নেতা রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন। তিনি চান জনগণ নেতৃত্ব গ্রহণ করুক। আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে এখানেই মরবো, কারণ আমাদের হারানোর কিছু নেই। এজন্য আমরা জায়নামাজ হাতে বিক্ষোভে নেমেছি। আর তারা (শিয়াপন্থীরা) আমাদের উদ্দেশে বুলেট ছুঁড়লো আমাদের ঠেকাতে। আমাদের দাবি পার্লামেন্ট বিলুপ্ত করা। আর দুর্নীতিবাজদেরও বিচারের আওতায় আনার। কোনো পক্ষের হয়ে নয়, আমরা রাজপথে নেমেছি ইরাকের হয়ে। এটা জনতার বিপ্লব।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর