বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবচেয়ে কম সময়ে চুল কেটে বিশ্বরেকর্ড (ভিডিও)

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫ ০৩ ০১  

সবচেয়ে-কম-সময়ে-চুল-কেটে-বিশ্বরেকর্ড-ভিডিও

সবচেয়ে-কম-সময়ে-চুল-কেটে-বিশ্বরেকর্ড-ভিডিও

সৌন্দর্য আরো মাধুর্য রূপে ফুটিয়ে তুলতে পারে একটি সুচারু হেয়ারকাট। এ কাজের জন্য দরকার হয় কঠোর মনযোগ ও দক্ষতা। লাগে পর্যাপ্ত সময়ও। কিন্তু সময়ের বিষয়টিকে যেন ভুল প্রমাণ করলেন গ্রিসের নরসুন্দর কনস্টান্টিনোস কউটুপিস। মাত্র ৪৭ সেকেন্ডে অন্যের চুল কেটে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এথেন্সের বাসিন্দা কনস্টান্টিনোস কউটুপিস পেশায় হেয়ারড্রেসার। ট্রিমার ব্যবহার করে দ্রুততম সময়ে চুল ছাঁটার বিশ্বরেকর্ড এখন তার ঝুলিতে।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কউটুপিস একটি ট্রিমার নিয়ে চেয়ারে বসা এক ব্যক্তির চুল ছাঁটছেন। মাথার এক পাশ থেকে অন্য পাশে তার হাত দ্রুত চলছে। এ কাজে কউটুপিসের দক্ষতা সত্যিই মুগ্ধ করার মতো!

মাত্র ৪৭ দশমিক ১৭ সেকেন্ডে ঐ লোকের চুল কাটা শেষ করেন হেয়ারড্রেসার কউটুপিস। কাজ শেষ হলে তিনি কতটুকু চুল ছাঁটলেন তা স্কেল দিয়ে মেপে দেখে গিনেস কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, দ্রুত চুল কাটা দরকার? ৪৫ সেকেন্ড হলে কেমন হয়?

ভিডিও দেখে কউটুপিসের দক্ষতার প্রশংসা করেছেন বেশিরভাগ লোক। তবে নেতিবাচক মন্তব্য করেছেন কেউ কেউ। একজনের দাবি, হেয়ারকাটটি তেমন ভালো হয়নি, কাজ খুবই এলোমেলো ছিল। তিনি বলেন, আমি ভেবেছিলাম, শেষে গিয়ে চুলগুলো ভালো দেখাবে। কিন্তু যে লোকটির চুল কাটা হয়েছে, তাকেও এতে খুশি দেখাচ্ছে না।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর