বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ ২৩ ১১ ০১  

সংস্কৃতি-চর্চার-মাধ্যমে-সাম্প্রদায়িকতার-বিরুদ্ধে-কঠোর-অবস্থান-নিতে-হবে-প্রাণিসম্পদমন্ত্রী

সংস্কৃতি-চর্চার-মাধ্যমে-সাম্প্রদায়িকতার-বিরুদ্ধে-কঠোর-অবস্থান-নিতে-হবে-প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বাঙালির নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যপ্রবেশ করাতে না পারলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে পরিপূর্ণ জীবনসত্তা প্রতিষ্ঠিত করা যাবে না।

মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাঙালির নিজস্ব কিছু ঐতিহ্য-সংস্কৃতি আছে। এর মধ্যে জারি, সারি, ভাটিয়ালি, লালনগীতি, কবি গান, পট গান, ভাওয়াইয়া গান, নৃত্য, যাত্রা অবিচ্ছেদ্য অংশ। বাঙালির এসব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চমৎকারভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম নৃত্য। নৃত্যের মাধ্যমে জাতির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সংস্কৃতি চর্চা আজকের অবস্থানে থাকতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চাকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।

এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর